ভারতীয় সংবিধান থেকে আরো প্রশ্ন

Show Important Question


81) কে ভারতে জরুরি অবস্থা জারি করেন?
A) রাষ্ট্রপতি
B) সংসদ
C) প্রধানমন্ত্রী
D) আইন মন্ত্রী

82) অর্থবিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন?
A) স্পিকার
B) রাষ্ট্রপতি
C) প্রধানমন্ত্রী
D) রাজ্যপাল

83) সংবিধানের পদ মর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পর কার স্থান ?
A) প্রধানমন্ত্রী
B) স্পিকার
C) প্রধান বিচারপতি
D) উপরাষ্ট্রপতি

84) ভারতে কোন একটি বিলকে অর্থবিলে প্রত্যয়িত করে কে?
A) অর্থমন্ত্রী
B) রাষ্ট্রপতি
C) প্রধানমন্ত্রী
D) লোকসভার স্পিকার

85) ভারতীয় শাসন ব্যবস্থায় প্রকৃত ক্ষমতার অধিকারী কে?
A) রাষ্ট্রপতি
B) প্রধানমন্ত্রী
C) ক্যাবিনেট মন্ত্রিসভা
D) সংসদ

86) ভারতীয় সংবিধানের যে কোন বিষয়ে ব্যাখ্যা করার চূড়ান্ত অধিকার আছে--
A) রাষ্ট্রপতির
B) সংসদের
C) সুপ্রিম কোর্টের
D) লোকসভার স্পিকারের

87) কেন্দ্রে ও রাজ্যে অর্ডিন্যান্স জারি করতে পারেন যথাক্রমে
A) সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতি
B) শুধুমাত্র রাষ্ট্রপতি
C) রাষ্ট্রপতি ও রাজ্যপাল
D) কেউই নন

88) দেশে প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয়
A) 1962
B) 1965
C) 1971
D) 1977

89) কত সালে প্রথম ১৮ বছর এ ভোটাধিকার প্রয়োগ শুরু হয়?
A) ১৯৬০
B) ১৯৭০
C) ১৯৮৯
D) ১৯৯০

90) প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন
A) হরি সুন্দর সিং
B) জিভি মভলংকার
C) এম এ আয়ানগর
D) ডঃ রাজেন্দ্র প্রসাদ

91) ভারতীয় সংবিধান সুনিশ্চিত করে না নিম্নের কোনটি ?
A) কর্মের অধিকার
B) ভোট দানের অধিকার
C) শোষণের বিরুদ্ধে অধিকার
D) স্বাধীনতার অধিকার

92) রাষ্ট্রপতি জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ কত দিন?
A) 6 সপ্তাহ
B) 7 সপ্তাহ
C) ৪ সপ্তাহ
D) 10 সপ্তাহ

93) ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশি বার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে ?
A) পাঞ্জাব
B) হিমাচল প্রদেশ
C) কেরল
D) কর্ণাটক

94) রাষ্ট্রপতি দেশে আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন কত নম্বর ধারা অনুযায়ী--
A) 356
B) 358
C) 352
D) 360

95) সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়?
A) ৩৫২
B) ৩৩০
C) ১৪৪
D) ৩৬০

96) ভারতীয় সংবিধানের তৃতীয় পাট এ বর্ণিত আছে
A) নাগরিকত্ব
B) মৌলিক অধিকার
C) মৌলিক কর্তব্য
D) রাষ্ট্র পরিচালনার নির্দেশ মূলক নীতি

97) ‘বাক-স্বাধীনতা’ হল একটি
A) নির্দেশমূলক নীতির অধিকার
B) মৌলিক অধিকার
C) রাজ্য-প্রণীত অধিকার
D) কোনটিই নয়

98) নিচের কোনটিকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় ?
A) প্রস্তাবনা
B) মৌলিক অধিকার
C) মৌলিক কর্তব্য
D) রাজনিতির নির্দেশমূলক নীতি

99) ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কে?
A) লোকসভা
B) রাজ্যসভা
C) হাইকোর্ট
D) সুপ্রীম কোর্ট

100) ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার হলেন—
A) আইন মন্ত্রী
B) লোকসভার অধ্যক্ষ
C) অ্যাটর্নি জেনারেল
D) কেউই নন